জীবন-মৃত্যুর সন্ধিক্ষন থেকে প্রায় একমাস পর গানে ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। মঙ্গলবার দুপুরে গুলশানে শিল্পী শফিকের স্টুডিওতে তার সঙ্গে ‘কত ভালোবাসলে তোমায় ভরবে এ হৃদয়’ শিরোনামের একটি দ্বৈত গানে কণ্ঠ দেন ন্যান্সি। গানটির সুর ও সংগীত পরিচালনা করছেন প্রীতম হাসান। এটি শফিকের তৃতীয় অ্যালবামে থাকবে। নাম ‘যত ভালোবাসি কমই মনে হয়’।
গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটি আগামী কোরবানির ঈদে প্রকাশ হবে। আর প্রথমবার খালিদ হাসান মিলুর সুযোগ্য পুত্র প্রীতমের সঙ্গে কাজ করে ভালো লাগল।