এতদিন তুখোড় রাজনীতিবিদ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবাই চিনলেও তার ড্রাম বাজানোর পারদর্শীতা হিসেবে কেউ জানতেন না। কিন্তু তিনি যে একজন ভালো ড্রাম বাদক তা এবার প্রকাশ্যে চলে এলো।
২ সেপ্টেম্বর জাপানের টোকিওতে টিসিএস জাপান এবং কালচারালি একাডেমী আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা উপভোগ করছিলেন জাপান সফররত নরেন্দ্র মোদি?? বেশ কিছুক্ষণ পর তিনি নিজেই এগিয়ে যান মঞ্চে?? দর্শক থেকে হঠাৎ বাদক হয়ে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন এই ৬৩ বছর বয়সী? জাপানের পেশাদার বাদকদের সঙ্গে পাল্লা দিয়ে চমৎকার ড্রাম বাজান ভারতের প্রধানমন্ত্রী??
এর আগের দিন জাপানের একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাঁশি বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন নরেন্দ্র মোদি। আগামীতে তিনি শখের বশে সংগীতের অ্যালবাম বের করলে অবাক হওয়ার কিছু থাকবে না।