আগামী ১০ দিনের মধ্যে মগবাজার-মৌচাক সড়কের সংস্কার করে জনদুর্ভোগ লাঘব না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, এ সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ লাঘবে এক সপ্তাহ আগে একটি কমিটি করা হয়েছে। তারা কাজ করে যাচ্ছে।
যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবার সচেতনতা ছাড়া এ দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।