1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

এবার বাস্তবেই কাঁদলেন আমির খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০১৪
  • ১১১ Time View

amir crসিনেমাতে নয়-  এবার বাস্তবেই কাঁদলেন বলিউডের জনপ্রিয়  অভিনেতা আমির খান। ‘সত্যমে জয়তে’ নামের অনুষ্ঠান নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি এই নায়ক।

এর আগে, আমির খান একটা সুখবর দেবেন বলে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। ।

আগতরাও তাই খোশমেজাজেই ছিলেন। কিন্তু আনন্দময় পরিবেশটা হঠাৎ বিষাদে আচ্ছন্ন হল। থেমে গেল হাসি, কলরোল। সম্মেলন কক্ষে নেমে এলো পিনপতন নীরবতা। অবাক হয়ে সবাই দেখলেন, শার্টের হাতায় চোখ মুখে কান্না থামানোর চেষ্টা করছেন আমির খান!

কয়েক মিনিটের জন্য যেন থমকে গেল সময়। ছলছলে চোখ মুছে, পানি চাইলেন আমির। পানি পান করে কিছুটা স্বাভাবিক হয়ে আবার কথা শুরু করলেন।

এর আগেই অবশ্য সুখবরটি জানিয়ে দেন তিনি। শিগগিরই শুরু হতে যাচ্ছে আমির খানের আলোচিত টিভি অনুষ্ঠান ‘সত্যমে জয়তে’-এর তৃতীয় মৌসুম।

ভারতের সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত ‘সত্যমে জয়তে’ অনুষ্ঠানটি সম্পর্কে  ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এক তরুণীর উদাহরণ দিলনে আমির। ধর্ষণের পর শরীরে আগুন দেওয়া হয়েছিল তরুণীর গায়ে। হাসপাতালের মৃত্যুশয্যা থেকে তিনি ‘সত্যমে জয়তে’কে দিয়েছিলেন একটি সাক্ষাৎকার, যা প্রচার করা যায়নি।

কারণ? আমির বলেন, ‘সাক্ষাৎকারটা সহ্য করতে পারতেন না আপনারা। আমার জন্য সেই সাক্ষাৎকার দেখাটা ছিল ভীষণ কঠিন।’

কথা শেষ হতেই জল টলমল হয়ে উঠল তার চোখ। ভারী হয়ে এলো কণ্ঠস্বর। কিছুটা সময় কথাই বলতে পারলেন না বলিউডের প্রভাবশালী এই খানসাহেব। পরে শাটের্র হাতায় চোখ মুছে নিজেই পানি চেয়ে পান করলেন। একটু সামলে উঠে আবার শুরু করলেন কথা।

আমিরের কান্নাকাটির নজির অবশ্য এটাই প্রথম নয়। চলতি বছরে ‘সত্যমে জয়তে’র দ্বিতীয় মৌসুম শেষেও এক সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন আমির। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ