1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

হজ ফ্লাইট শুরু; প্রথম বিমানে ৪০৯ যাত্রীর ঢাকা ত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ৭২ Time View

haj fla২০১৪ সালের হজ ফ্লাইট শুরু হয়েছে। ৪০৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের মক্কার উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। বুধবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের হজ ফ্লাইট (বিজি-১০১১) ঢাকা ত্যাগ করে। দুপুর ১২টা ৫ মিনিটে দ্বিতীয় হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে।

এদিকে বুধবার ভোরে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ঢাকা থেকে জেদ্দা পৌঁছাতে প্রায় ৭ ঘণ্টা সময় লাগবে। এ ছাড়া ২ মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় সিডিউল ফ্লাইটসহ মোট ২৭০টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২২৪টি শুধুমাত্র হজযাত্রী পরিবহন করবে। এ ছাড়া ৪৬টি সিডিউল ফ্লাইট থাকবে।

এ বছর ৯৮ হাজার ৭৫৭ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় বিমানে যাবেন ১ হাজার ৫১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৯৭ হাজার ২৪৭ জন।

এবার ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে ইকোনোমিক ক্লাসে বিমান ভাড়া ১ হাজার ৫০০ মার্কিন ডলার। বিজনেস ক্লাসে বিমান ভাড়া ২ হাজার ৫০০ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।

হজ শেষে ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইটে হাজীরা দেশে ফিরবেন। শেষ ফিরতি ফ্লাইট হবে ৮ নভেম্বর।

এর আগে মঙ্গলবার হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ