1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

রিজভী-ফারুকসহ বিএনপি জোটের ১৪৭ নেতাকর্মীর বিচার শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৭৩ Time View

জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজধানীর পল্টন থানার দ্রুত বিচার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতর সম্পাদক রুহুল কবির রিজভী,  জয়নাল আবদিন ফারুকসহ জোটের ১৪৮ জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানার দ্রুত বিচার মামলায় চার্জ গঠন করেছেন আদালত।image_95697_0

সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইয়ার আদালতে রাজধানীর পল্টন থানার দ্রুত বিচার আইনের ৪/৫ ধারায় অভিযোগ গঠন করে আগামী ২৫ সেপ্টেন্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

এ মামলার অন্যতম আসামিরা হলেন, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. জাহিদ হোসেন ও অ্যাডভোকেট আবেদ রেজা। এর আগে গত ৫ আগস্ট চার্জ শুনানির জন্য ধার্য তারিখে আসামিপক্ষে সময়ের আবেদন করা হয়েছিল।

এ মামলার ১৪৭ নেতাকর্মীর মধ্যে ১২৮ জন জামিনে ছিলেন। তাদের মধ্যে ৪৭ জন আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

গত বছরের ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসের অভিযান চালিয়ে ১৫৪ জন নেতকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান এ মামলায় ছয়জনকে অব্যাহতি দিয়ে ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ