গ্রাহকদেরকে ইন্টারনেটভিত্তিক ব্যাংকিং সুবিধা ব্যবহার করে মোবাইল টপ-আপ সেবা চালু করেছে চতুর্থ প্রজন্মের মিডল্যান্ড ব্যাংক। মোবাইলভিত্তিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডের কারিগরি সহায়তায় এই সেবা চালু করেছে ব্যাংকটি।
সেবা চালু করতে গত ২১ আগস্ট মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আহসান-উজ-জামান এবং এসএসও্য়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড -এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খন্দকার নাইমুল কবির এবং এসএস ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশিষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।