জালভোট, কেন্দ্র দখল ও বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে দেশের ২৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান ও সদস্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
রোববার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এসব ইউপি ও পৌরসভায় সরকারী দলের প্রার্থীদের প্রভাব বিস্তার,জালভোট ও কেন্দ্র দখলের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
এর মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী, মাগুরার শ্রীপুর উপজেলার আমলশার ও মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী বিএনপির প্রার্থীসহ একাধিক প্রার্থীরা কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগ এনে ভোট বর্জন করেছে।
যে সব ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো-ভোলায় চারটি, লালমনিরহাটে চারটি, কুড়িগ্রামে চারটি, গাইবান্ধায় দুইটি, ঠাকুরগাঁওয়ে দুটি, বরিশালে দুটি, লক্ষ্মীপুর, মেহেরপুর, শেরপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, জামালপুর, মাগুরা, পঞ্চগড়, নওগাঁ ও মানিকগঞ্জে একটি করে ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
এসব ইউপির উপ নির্বাচন নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় সর্বাত্মক সতর্কতামূলক ব্যবস্থা। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্যপদে উপ-নির্বাচনে শান্তিপুর্ণ ভোট গ্রহন শেষ হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা। এ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আটজন ও সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ভোলা: ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সদস্য পদে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত ভোট গ্রহণ চলে। এখন চলছে ভোট গণনা। চারটি ইউনিয়ন থেকে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটি পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একই ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য, একই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের এক নম্বর সংরক্ষিত মহিলা আসনের সদস্য, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য পদে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত ভোটগ্রহণ শেষ হয়।
গাইবান্ধা: সদর উপজেলার ১নং লক্ষীপুর ও সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।
রিটানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর আলম ও সাদুল্যাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, দুই ইউনিয়নে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। দুটি ইউনিয়নে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন ও উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বাবুগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রত্তন আলী শরীফ বীর প্রতীক (নির্বাচনী প্রতীক: কাপ-পিরিচ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওই এই ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত চেয়ারম্যান আতাউর রহমান খান বাদলের স্ত্রী নায়লা খান (আনারস প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান (দোয়াত-কলম প্রতীক)।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার নাছির উদ্দিন চৌধুরী জানান, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত একটানা ভোট চলে।
কিন্তু নির্বাচনে ব্যাপক কারচুপি ও সরকারি দলের প্রভাব বিস্তার ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির প্রার্থীসহ তিনজন প্রার্থী আনুষ্ঠানিক ভোট বর্জন করে।
মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার আমলশার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আজ ভোট গ্রহণ শেষ হয়েছে।
এ ইউনিয়নে ভোট কারচুপি,সমর্থকদের উপর সরকার দলীয় সমর্থকদের হামলা ও নির্যাতন,হুমকি, মিথ্যা মামলা, জাল ভোট প্রদান এবং কেন্দ্রে এজেন্টদের ডুকতে না দেওয়ার অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী মোকলেছুর রহমান মিল্টন আনুষ্ঠানিক ভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
তবে শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন। অন্যদিকে মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, প্রতিটি কেন্দ্রে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও আনছার সদস্য মোতায়েনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়।
মেহেরপুর:মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ ইউনিয়নে বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মনি জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে আনুষ্ঠানিক ভোট বর্জন করেছে।
শেরপুর: জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের (মানিকদাইড় এলাকায়) সদস্য পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা।
নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা।
নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১০ হাজার ৯৮০ জন। নির্বাচনে দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
রোববার সকাল ৮টা একটানা বিকাল ৪টা পর্য়ন্ত ৯টি কেন্দ্রের ৩৯টি বুথে ভোটগ্রহণ চলে। এ ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপ-নিবার্চনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখানে এক হাজার ৭৪৯ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ৯০১ জন নারী ৮৪৮ জন পুরুষ।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে ভোটগ্রহণ শেষ হয়েছে।
হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদিনীসাগর উচ্চ বিদ্যালয়ে ও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত একটানা ভোটগ্রহণ হয়।
গেদুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহসান হাবীব (প্রতীক: টিউবওয়েল) ও কামাল হোসেন (প্রতীক: মোরগ)
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত ইউনিয়নের ৯টি কেন্দ্রে কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে ভোট গণনা।
নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৬৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা মেয়র ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। মেয়র পদে তিনজন ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুইজন নারী অংশ নিচ্ছেন। মেয়র পদে- আওয়ামী লীগ সমর্থিত শেখ মোহাম্মদ নুরুন নবী অপু (দোয়াত-কলম), বিএনপি সমর্থিত একেএম মুসা (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ শাহানশাহ (চশমা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।