শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার শিমুলতলা এলাকায় সোনিয়া ফাইন নিট সোয়েটারের নিটিং ও লিংকিং সেকশন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ ।
মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় সোনিয়া ফাইন নিট সোয়েটার নামক পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানার শ্রমিক সূত্রে জানা যায়,বেশ কয়েক দিন ধরে বেসিক বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। তাই এই বিক্ষোভের জের ধরে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
এদিকে সকালে কাজে যোগ দিতে এসে করখানার মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে পাঁচ শতাধিক শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের বাধা দিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয় । পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায় ।
ঢাকা শিল্প পুলিশ ১ এর পরিচালক মো. মোস্তাফিজুর রহমান নতুন বার্তা ডটকমকে বলেন, শ্রমিক বিক্ষোভের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কোন সমাধানে না আসায় আজ গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।