দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের জবাব দাখিলের জন্য আগামী ২৬ অক্টোবর তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।
সোমবার সংশ্লিষ্ট চারজন হাজির হলে ট্রইব্যুনাল-১ এ আদেশ দেন।
সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ, সংগ্রামের রংপুর প্রতিনিধি মো. নূরুজ্জামান, স্থানীয় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক দুলু ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা ট্রাইব্যুনালের নির্দেশ মোতাবেক হাজির হন। প্রথম তিনজনের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী এম আই মশিউজ্জামান। অ্যাডভোকেট আজিজুর রহমান সরকার রাঙ্গা তার পক্ষে নিজেই শুনানি করবেন বলে জানান।
বিচারাধীন বিষয় নিয়ে বক্তব্য দেয়া এবং সেই বক্তব্য প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে গত ৩ আগস্ট রুল জারি করেন ট্রাইব্যুনাল।
‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমাণ্ডারের নাম শুনিনি’ এবং ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’ শিরোনামে সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার ইকরামুল হক দুলু এবং সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদন আজহারের পক্ষে ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করতে গেলে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন।