ইসলামী ব্যাংকের ব্যয়ের খাত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “ইতিমধ্যে ইসলামী ব্যাংক তাদের লভ্যাংশ ব্যয়ের একটি প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদনে শুভঙ্করের ফাঁকি আছে কি না, তা যাচাই-বাছাই করতে গোয়েন্দাদের নির্দেশ দেয়া হয়েছে।”
বৃস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার’ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, “জঙ্গিবাদের মূল উৎস অর্থ। এই অর্থের উৎস খুঁজে বের করতে পারলে জঙ্গিবাদ দমন অনেক সহজ হবে।”
ইসলামী ব্যাংকিং পরিচালনাকারী আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নজরদারি চলছে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।