এইচএসসিতে এবারও দিনাজপুর শিক্ষাবোর্ডের মধ্যে রংপুর মহানগরী থেকেই প্রথম, দ্বিতীয়, চতুর্থসহ সাতটি প্রতিষ্ঠান শীর্ষস্থান দখল করেছে।
এছাড়াও রংপুর ধাপসাতগড়া কামিল মাদ্রাসা সারাদেশের মধ্যে নবম হয়েছে।
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আনন্দের ঢেউয়ে দুলতে থাকে পুরো রংপুর মহানগরী।
এবছর বেশ কিছু প্রতিষ্ঠান ভালো ফলাফল করলেও তারা তালিকার পেছনে চলে গেছে। অন্যদিকে দীর্ঘ এক দশক পর কারমাইকেল কলেজে আবারও ইন্টারমিডিয়েট শুরু হলেও তারা এবার তিন ধাপ পিছিয়েছে। গড়েছে ফেলের রেকর্ড।
রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল রশিদুল ইসলাম খান বলেন, “সম্মিলিত উদ্যোগের কারণেই আমাদের ফলাফল ভালো। আমরা আরও ভালো করতে চাই।”
রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা ভালো ফলাফল করছি এবং ক্রমাগত এগুচ্ছি। ভবিষ্যতে আরও ভালো করতে চাই।
অন্যদিকে ধাপসাতগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আনম হাদীউজ্জামান জানান, সেরা দশে থাকার ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি। তবে আমাদের টার্গেট প্রথম হওয়া।