রমনা থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ নেতাকর্মীর জামিন বহাল রেখেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এছাড়া, মামলার চার্জ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত।
এসময় আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস , গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান ও আমানুল্লাহ আমানসহ ২৮ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২ মার্চ বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে রমনা থানা পুলিশ।