ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে ২৫ বছর যাবত নিয়োগপত্রবিহীন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বারবার নিয়োগপত্র দেয়া হবে আশ্বাস দিয়েও নিয়োগপত্র না প্রদান করে সব সুবিধা থেকে বঞ্চিত রেখেছে বলে অভিযোগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আহছান উল্ল্যাহ।
সোমাবার জাতীয় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আহছান উল্ল্যাহ বলেন, বিগত ১৯৮৮ সালে সরকার রেজিস্ট্রার কর্তৃক কর্মচারীদের কর্মচারী ইউনিয়ন প্রদান করলে ইউসিবি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইউনিয়ন নেতাদেরকে বেআইনিভাবে চাকরিচ্যুতসহ হামলা মামলা করিয়ে দীর্ঘ ১৯ বছর যাবত মানবেতর জীবন যাপন করতে বাধ্য করে। পরে আদালত কর্তৃক রায় ও আদেশে ২০০৩ সালে চাকরিতে বহাল করে।
তিনি বলেন, ২০০৩ সালে চাকরিতে বহালের পরথেকে অস্থায়ী চাকরি স্থায়ী করতে বিভিন্ন সময় দাবিনামা পেশ করে আসছি। পেশকৃত দাবিনামার পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে শ্রম পরিদফতরে ত্রি-পাক্ষিক বৈঠকে চাকরি স্থায়ীকরণের ত্রি-পাক্ষিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। কিন্তু পর্যন্ত কোনো নিয়োগ পত্র প্রদান করেনি।
তিনি আরো বলেন, এ পর্যন্ত চারবার ত্রি-পাক্ষিক আলোচনা হলেও এখনো কোনো নিয়োগপত্র প্রদান করেননি। আগামী ১৯ তারিখ তাদের আরেকটি বৈঠক রয়েছে তাতে যেন কর্তৃপক্ষ স্থায়ীকরণে কার্যকর ভূমিকা নিয়ে অবহেলিত কর্মচারীদের রক্ষা করে সে আবেদন জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সহ-সভাপত আব্দুর রহিম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আলি, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।