বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে মো. জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া গিয়াসউদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি, কে এম ইকবাল হোসেন এবং মো. গোলাম কিবরিয়া, সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সোমবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০১৪-২০১৫ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের এর সভাপতিত্বে এক নির্বাচনী বিশেষ সভায় তিনি ফলাফল ঘোষণা করেন।
গত ২৪ জুলাই এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন সাতজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই সাতজন সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৪-২০১৫ সেশন) অত্র এসোসিয়েশনকে নেতৃত্ব দেবেন।