1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

ইরান পার্লামেন্টের ৬ সদস্যের প্রতিনিধি দল ঢাকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৬০ Time View

ইরানের পার্লামেন্ট মজলিশে শুরার ছয় সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।

আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর প্রতিনিধি দলকে স্বাগত জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্যসহ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল প্রমুখ।

পাঁচ দিনের এ সফরকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরান পার্লামেন্টের নারী ও পরিবার বিষয়ক সংসদীয় প্রধান ফাতেমা রাহবার। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- নাইরাহ আখাভান বিতারাফ এমপি, সাহলা মিরগালু বায়াত এমপি, সাকিনাহ ওমরানী এমপি, ইরান পরারাষ্ট্র দপ্তরের প্রতিনিধি হামিদরেজা সুলতানপুর এবং প্রোটকল বিশেষজ্ঞ জালাল আবুল হাসানি।

প্রতিনিধি দলটি আজ বিকেল ৪টায় ইরানি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টায়image_92831_0 বৈশাখী টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার প্রদান করবেন। সাক্ষাৎকারটি নেবেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।

প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি বিষয়কমন্ত্রী, শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থায়ী কমিটির সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া তারা ঢাকার হোসনি দালান, বারিধারার আল মুস্তাফা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, মোহাম্মদপুরে নকশি কাঁথা কাটিং অ্যান্ড ট্রেনিং সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য কেন্দ্র এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।–আইআরআইবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ