1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আবারো অ্যানথ্রাক্সের মতো হামলার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২
  • ৯১ Time View

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতাকে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। সেসব চিঠির খামে পাউডার সদৃশ বস্তু ছিল যদিও সেগুলো ক্ষতিকর নয় তবে ভবিষ্যতে আরো কঠোর ভাষায় ও বিষাক্ত কোনো বস্তু সমেত চিঠি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।

গত বুধবার মার্কিন সিনেটের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

এই খরব প্রকাশের পরেই মার্কিন প্রশাসনের মধ্যে সতর্কতামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনা ২০০১ সালে মার্কিন প্রশাসন ও সংবাদ মাধ্যমে চিঠির মাধ্যমে অ্যানথ্রাক্সের মতো জীবণঘাতী জীবাণু ছড়িয়ে দেওয়ার ঘটনা মনে করিয়ে দিচ্ছে। সে সময় দু’জন ডেমোক্র্যাট সিনেটর এবং কয়েকটি সংবাদ মাধ্যমের কার্যালয়ে অ্যানথ্রাক্স জীবাণু পাঠানো হয়েছিল। এতে পাঁচ জনের মৃত্যু হয়।

সিনেট কর্মকর্তাদের প্রতি এক ইমেইলে সিনেটের সার্জেন্ট-অ্যাট-আর্মস  টেরান্স গেইনার জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় প্রেরক এরকম পাউডার সদৃশ বস্তু সমেত আরো অনেকগুলো চিঠি সিনেট কর্মকর্তাদের হাতে খুব শিগগির পৌঁছে যাবে বলে ইঙ্গিত দিয়েছে।

নাম গোপন করা ওই প্রেরক আরো হুঁশিয়ার করেছে, কিছূ চিঠির মধ্যে আসলেই ক্ষতিকর কিছু থাকতে পারে। চিঠিগুলোতে অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড পোস্ট অফিসের সিল রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছে, একই ধরনের চিঠি যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমেও দেওয়া হয়েছে। এসব চিঠিতে মার্কিন রাজনীতিতে করপোরেট কোম্পানির প্রভাব নিয়ে আপত্তির কথা জানানো হয়েছে। তবে এই চিঠির খামগুলোতে কোনো পাউডার জাতীয় বস্তু নেই।

ওয়াশিংটন পোস্ট, দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস, ইউএনএ টুডে, ফক্স নিউজ এবং ন্যাশনাল পাবলিক রেডিও এধরনের চিঠি পেয়েছে বলে নিশ্চিতভাবে জানা গেছে।

মার্কিন সিনেটরদের প্রতি এমন একশ’টি চিঠি পাঠানো হয়েছে তার মধ্যে ১০টিতে ভয়ঙ্কর জীবাণূ থাকতে পারে বলে সতর্ক করেছেন ওই সিনেট কর্মকর্তা।

মার্কিন সংবাদ মাধ্যমগুলোর ইঙ্গিতে বুঝা যাচ্ছে, যারা চিঠি পেয়েছে তাদের মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিনেটর প্যাটি মুরের কার্যালয় রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, তারা সতর্ক অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেবে।

চিঠিগুলোতে এমআইবি এবং এলএলসি নামে দুটি নাম স্বাক্ষর করা রয়েছে। চিঠিগুলোতে ঠিকানা রয়েছে পোর্টল্যান্ড স্ট্রিট।

উল্লেখ্য, ২০০১ সালে অ্যানথ্রাক্স আক্রমণ হয়েছিল মর্মান্তিক ৯/১১ এর ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই। কংগ্রেসে চিঠি খামে করে এই জীবাণু পাঠানো হয়েছিল। এ ঘটনার পরই জীবাণু মুক্ত করার জন্য কয়েক সপ্তাহের জন্য কংগ্রেস ভবন থেকে সব কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ