1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

রাশিয়ার কনসার্টে গাইবেন কুমার বিশ্বজিৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৮৮ Time View

kumar biswজনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ রাশিয়ার প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি কনসার্টে অংশ নিয়েছেন। কনসার্টে কুমার বিশ্বজিৎ ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠের ২০০৯ সালের বিজয়ী সোমনূর মনির কোনাল। শুক্রবার  তাদের মস্কো যাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) বিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৪’ শীর্ষক কনসাটর্টি অনুষ্ঠিত হবে ২১ জুন মস্কোর টিভি সেন্টার কারালেবস্কী মিলনায়তনে।   

এদিকে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৪’ উপলক্ষে মস্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরী হয়েছে উৎসাহ উদ্দীপনা।  

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানটি সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রচারণার কাজও পুরোদমে এগিয়ে চলছে।  দুই-একদিনের মধ্যেই মস্কোর বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে পোস্টার বিতরণের কাজ শুরু হয়েছে। এছাড়া মোবাইল এসএমএস এবং সামাজিক যোগাযোগের  সাইট ফেসবুক ও ইউটিউবে ভার্চুয়াল প্রচারণা চলছে।

অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আরবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম হেলাল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “২০ বছর পূর্তি  উৎসব সফল করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংগঠনের প্রতিটি সদস্য সর্বাত্বকভাবে সহযোগিতা করছেন।  তাছাড়া মস্কোর প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও আমারা অনেক সাড়া পাচ্ছি।”

এ ধরনের সাংস্কৃতিক উৎসব প্রবাসে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’- এ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আরো থাকছে দেশীয় বিভিন্ন হস্তশিল্প ও ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী। আরবিসিসিআই’র গত ২০ বছরে পালিত নানা কর্মসূচি নিয়ে থাকছে আলোকচিত্র প্রদর্শনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ