1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

গজারিয়ায় গার্মেন্টস পল্লী স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৮০ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় গার্মেন্টস পল্লী স্থাপনে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে।image_95280_0

মঙ্গলবার বেইজিংয়ে চীনের নির্মাণ প্রতিষ্ঠান দ্য অরিয়ন ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সই করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও অরিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ত্যাং ঝিয়াওজি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ জুন চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৬ দিনের সরকারি গেছেন। তার সঙ্গে ৭০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও রয়েছে।

উল্লেখ্য, রাজধানী ঢাকা ও এর আশপাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা গার্মেন্ট কারখানা পরিবেশসম্মত স্থানে সরিয়ে নিতে ২০০৬ সালে গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এর সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের যুক্ত করারও পরিকল্পনা করা হয়।

বিজিএমইএ’র তথ্যমতে, ইতোমধ্যে এর জন্য জন্য মুন্সীগঞ্জের বাউশিয়া মৌজায় ৪৯২ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

সমীক্ষা অনুযায়ী, এতে আড়াইশ’ গার্মেন্টস কারখানা স্থাপিত হবে এবং ১০ লাখ লোকের কর্মসংস্থান  হবে। এ শিল্পপার্ক থেকে বছরে ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হবে বলেও উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ