1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

মোদিকে সতর্ক করল আরএসএস

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৭২ Time View

rssচীনের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙঘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করল৷ এই প্রথম আরএসএস প্রধানমন্ত্রীকে বিদেশনীতি বিষয়ে পরামর্শ দিল৷

শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তান-সহ সার্ক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো নিয়ে আরএসএস কোনো প্রশ্ন তোলেনি৷ কিন্তু আরএসএস মুখপাত্র রাম মাধব সরাসরি লিখিতভাবে সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, “পাকিস্তান সম্পর্কে ভারতের জনসাধারণের একটি বিশেষ ধারণা রয়েছে৷ কিন্তু চীন সম্পর্কে প্রকৃত তথ্য জানা না থাকায় কোনো ধারণা নেই৷”
 
তিনি এই পরামর্শও দিয়েছেন, “কেবলমাত্র বিদেশমন্ত্রকের কূটনীতিবিদদের গতে বাঁধা বুলি যদি চীন নিয়ে উচ্চারিত হয়, তা হলে তা হবে বিপদের৷” প্রসঙ্গত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে স্বাগত জানান৷
আজ সকালে দিল্লি আসছেন চীনের প্রেসিডেণ্টের বিশেষ দূত হিসাবে বিদেশমন্ত্রী ওয়াং উই৷ তিনি এসেই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসছেন৷
 
তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের কোনো কর্মসূচি নেই৷ তবে চীনা মন্ত্রী আসছেন প্রধানমন্ত্রী মোদিকে চীন সফরে আমন্ত্রণ জানাতে৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক না হলেও চীনা মন্ত্রী সোমবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করবেন৷ মাত্র দুটি বৈঠক এখনও পর্যন্ত নির্ধারিত হলেও চীনা মন্ত্রী তিনদিন দিল্লি থাকছেন৷ তিনি বেইজিং ফিরবেন মঙ্গলবার৷ তাৎপর্যপূর্ণ হল, এতদিন বিদেশি অতিথিরা এলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাত্‍ করতেন৷ এবার তেমন কোনও কর্মসূচি নেই৷ লোকসভায় কোনো বিরোধী নেতা মনোনীত না হওয়ায় চীনা মন্ত্রী বিরোধী নেতার সঙ্গেও দেখা করতে পারছেন না৷
 
উল্লেখ্য, এই বছর চীন ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্হানের পঞ্চশীল চুক্তির ষাট বছর পূর্তি৷ এই উপলক্ষে চীন বিশেষভাবে এই চুক্তির ষাট বছর পূর্তি পালন করতে চায়৷ কিন্ত্ত বিজেপির প্রধান চালিকাশক্তি আরএসএস এই চুক্তি সম্পর্কে যে মনোভাব প্রকাশ করেছে, তাতে প্রধানমন্ত্রী মোদি শেষ পর্যন্ত ওই চুক্তির ষাট বছরপূর্তি পালনের সিদ্ধান্ত নেবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়৷
 
আরএসএস মুখপাত্র লিখেছেন, “ভারত ও চীন সবসময়ই পঞ্চশীল চুক্তিকে দু’দেশের সম্পর্কের ভিত্তি বলে মেনে এসেছে৷ প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী-সহ সব প্রধানমন্ত্রীই এই নীতি মেনে এসেছেন৷ বলা যায় না বর্তমান নেতৃত্ব (নরেন্দ্র মোদি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই নীতি অনুসরণ করে চলতে পারেন৷” এরপর তিনি লিখেছেন, “আমরা ভুলে গিয়েছি মাও সে তুং নিজেই সেই শান্তিপূর্ণ সহাবস্হানের নীতির কবর দেন৷ ১৯৬২ সালে তিনিই প্রধানমন্ত্রী চৌ এন লাইকে বলেছিলেন, ভারতের সঙ্গে চীনের নীতি ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ হওয়া উচিত নয়৷ বরং চীনের উচিত ‘সশস্ত্র সহাবস্থান’ নীতি অনুসরণ করা৷”
 

বলা বাহুল্য, সীমানা নিয়ে বিবাদের কারণেই ১৯৬২ সালে চীন ভারত আক্রমণ করায় যুদ্ধ বাধে৷ এবারেও চীনের অন্যতম লক্ষ্য সীমান্ত সমস্যার সমাধান৷ তাই পররাষ্ট্রমন্ত্রী আসছেন প্রেসিডেণ্টের বিশেষ প্রতিনিধি হয়ে৷ ভারতের সঙ্গে আগেই স্থির রয়েছে বিশেষ দূতস্তরে সীমানা নিয়ে আলোচনা হওয়ার৷ এবার সেই আলোচনা প্রধানমন্ত্রী শুরু করার নির্দেশ দেন কি না, তা-ই দেখার৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ