তামিল সঙ্গীত পরিচালক ও গীতিকার জুবান সরকার রাজা ও অভিনেত্রী মানিকার মতো তামিল অভিনেতা জয় ইসলাম গ্রহণ করেছেন বলে শোনা যাচ্ছে। চলতি বছর ১৯ এপ্রিল টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, অভিনেতা জয় ইসলাম ধর্ম অনুসরণ করছেন।
রিপোর্টে উল্লেখ করা হয়, ‘জুবান সরকার রাজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। একই মাধ্যমে এখন খবর ছড়িয়ে পড়েছে অভিনেতা জয় ইসলাম ধর্ম অনুসরণ করছেন। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের কথা স্বীকার করেননি। এই অভিনেতার ঘনিষ্ঠজনেদের বরাত দিয়ে একটি সূত্র জানায়, ‘গত এক বছর ধরেই জয় ইসলাম ধর্ম অনুসরণ করছেন। গত রমজানে তিনি রোজা রেখেছিলেন। প্রতি শুক্রবার বিভিন্ন মাজারে যান। তবে এখন পর্যন্ত জয় আনুষ্ঠানিকভাবে ধর্মান্তকরণের কথা ঘোষণা করেননি। এমনকি নামও পরিবর্তন করেননি।’
রিপোর্টে বলা হয়, এই অভিনেতার যোগাযোগ মাধ্যামের ম্যাসেজ বক্সে ‘আলহামদুলিল্লাহ’ শব্দটি লেখা রয়েছে, যা দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।