টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রাজনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাজনা বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং ১০ জন আহত হন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।