যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ‘সিনালোয়া কার্টেল’ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ংকর মাদক চোরাচালান চক্র। আর এই চক্রের প্রধান হোতা ক্লডিয়া ফেলিক্স, হলিউডের কিম কার্দাশিয়ানের ব্যাপক ভক্ত। আর তাই কিমের অঙ্গভঙ্গি থেকে শুরু করে পোশাকও অনুকরণ করে থাকেন তিনি।
সম্প্রতি কিমের মতো সেজেগুজে, তার বসার ভঙ্গিতে বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মাদকসম্রাজ্ঞী ক্লডিয়া ফেলিক্স। আর তাতেই চারদিকে হইচই পড়ে গিয়েছে। কারণ ছবিতে মাদকসম্রাজ্ঞীর হাতে শোভা পাচ্ছিলো মারণাস্ত্র একে ৪৭ রাইফেল। যা দেখে কিম ভক্তদের অনেকেই ভেবেছেন, কিম বুঝি নতুন বিতর্কের জন্ম দিতে চলেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিককালে নানা কারণে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাশিয়ানের সমালোচিত হয়েছেন। যার মধ্যে রয়েছে বিবসনা হয়ে ফটোশুট, ভক্তদের ওপর চড়াও, স্বল্প সময়ের ব্যবধানে বিচ্ছেদ, বিয়ের আগেই সন্তানের মা হওয়াসহ অসংখ্য কারণ।