গত বছর ছিল দীপিকার ঝুলিতে সব হিটছবি৷ দীপিকার চাহিদা একেবারে তুঙ্গে৷ তার বাড়ির সামনে প্রযোজকদের লম্বা লাইন৷ তাই সঠিক সময়েই নিজের পারিশ্রমিক বাড়ানো৷
সুযোগটা হাতছাড়া করলেন না দীপিকা। টুক করে প্রায় দ্বিগুণ বাড়িয়ে নিলেন নিজের পারিশ্রমিক৷ গোটা ব্যাপারটিই ঘটল ‘বাজীরাও মস্তানি’ ছবির জন্য৷
করণের ‘শুদ্ধি’কে নাকচ করে সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবিতে সই করে ফেললেন দীপিকা৷ জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পারিশ্রমিক হিসেবে নিতে যাচ্ছেন ৮ কোটি টাকা৷
সঞ্জয়লীলাও দীপিকাকে এই টাকা দিতেই এক্কেবারে রাজি৷ করণের ‘শুদ্ধি’ থেকে দীপিকাকে বের করে আনাই ছিল সঞ্জয়ের মূল লক্ষ্য৷ আর তার জন্য ৮ কোটি টাকা গুনতে হলো প্রযোজক-পরিচালক সঞ্জয়কে৷