1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

গার্মেন্টস সেক্টরে জাপানের সহায়তা বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০১৪
  • ৭২ Time View

বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে জাপানের সহায়তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট বিভাগের উপদেষ্টা ইউশিকো ইউগে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগে জাইকা সহায়তাপুষ্ট ‘ফিনান্সিয়াল সেক্টর প্রজেক্ট ফর দ্যা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ’ প্রকল্পের আওতায় আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।image_94315_0.png

কর্মশালায় ৪৬টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ৯৫ জন কর্মকর্তা অংশ নেন।

ইউশিকো ইউগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানান। গার্মেন্টসসহ অন্যান্য সেক্টরে জাপানের সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তসহ  প্রকল্প পরিচালক ও বিভাগের কর্মকর্তারা।

মো. আবুল কাসেম বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসএমই খাত ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে পারে।’ এসএমই খাতের উন্নয়নে বেশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজনেরও দিক নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতি মাছুম পাটোয়ারী জাপান ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে তাদের বিনিয়োগ বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ব্যাংক  ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে জাইকাসহ এসএমই বিভাগের অন্যান্য পুনঃঅর্থায়ন তহবিলগুলোতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, মার্চ ২০১১ সালে জাইকা এবং বাংলাদেশ সরকারের সাথে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক জাপান ৫০০০ হাজার মিলিয়ন জাপানিজ ইয়েন ঋণ সহায়তা দিয়েছে। উক্ত তহবিল দেশের এসএমই খাতের মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে। প্রকল্পের আওতায় এ পর্যন্ত ২৪৬টি প্রতিষ্ঠানকে ২৮২ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে।  এ প্রকল্পে পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ