1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

দেশে এইডস রোগীর সংখ্যা ১২৯৯ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০১৪
  • ৫৮ Time View

aidesস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ১৯৮৯ সাল থেকে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এক হাজার ২৯৯ জন এইডস রোগী শনাক্ত হয়েছে।

মঙ্গলবার সংসদে সরকারি দলের মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি অর্থায়নে এইডস রোগীদের জন্য বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে এনজিও পরিচালিত ৬টি কেন্দ্র থেকে সরকারি অর্থায়নে ক্রয় করা ‘এন্টি-রিট্রুভাইরাল ড্রাগ’ এইডস রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া আটটি সরকারি হাসপাতালে সিডি-৪ সেন্টারের মাধ্যমে এইডস রোগীদের শারীরিক অবস্থা নির্ণয় করাসহ এসব প্রতিষ্ঠানসমূহে রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সিলিং সেবা দেয়া হচ্ছে।

তিনি জানান, ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ১১ শয্যা বিশিষ্ট পৃথক ওয়ার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেয়া সহচ্ছে। শিগগিরই সারাদেশে ২০টি কেন্দ্রের মাধ্যমে সরকারি অর্থায়নে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম বলেন, যেহেতু দেশে এইডস রোগীর সংখ্যা তুলনামূলক কম তাই বর্তমান সরকারের এইডস রোগীদের চিকিৎসার জন্য পৃথক হাসপাতাল তৈরির পরিকল্পনা এ মুহূর্তে নেই, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এইডস রোগীদের চিকিৎসা দেয়ার পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ