1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

পছন্দের তারকার মত হতে মুখে সার্জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০১৪
  • ৯৮ Time View

miranda-kerr-300x177বিচিত্র এ বিশ্বে কত না বিচিত্র ঘটনা ঘটছে। নানা ঘটনার মাঝে একটি হলো- পছন্দের তারকার মতো হতে নিজ মুখে  দক্ষিণ কোরিয়ার এক তরুণীর প্লাস্টিক সার্জারি।

মুখে দীর্ঘ মেয়াদি প্লাস্টিক সার্জারি চালিয়েছেন তিনি। খবর এক্সপ্রেস.সিও.ইউকে।

হং ইয়ো রিওম নামের ওই তুরণীর বক্তব্য হলো, একজন আন্তর্জাতিক মানের মডেল হতে এই অস্ত্রপচার তাকে অনেক এগিয়ে নিয়ে যাবে।

প্লাস্টিক সার্জারি সম্পর্কে একটি জাপানি টিভি চ্যানেলে কথা বলতে এসে তিনি জনপ্রিয় হয়ে উঠেন এবং তার এই নাটকীয় রূপ পরিবর্তনের জন্য অস্ট্রেলিয়া সুপার মডেল মিরান্ডা কেরই একমাত্র অনুপ্রেরণা।

হং আরো জানান, তিনি একটি পত্রিকায় তার ছবি দেখেছিলেন এবং সাথে সাথে তার মনে হয়েছিলো তিনি এরকম একটি মুখমন্ডলের অধিকারি হতে চান যা দেখতে অনেকটা শিশুসুলভ ও সেক্সি হবে।

মিসেস হং এর মুখমন্ডলে একের অধিক অস্রোপ্রাচার করা হয়েছিলো। শুধু তাই নয় মিরান্ডা কেরে’র মত মিস হংও তার দুই চোখে নীল ল্যান্স ব্যবহার করেন এবং তার অঙ্গভঙ্গি রপ্ত করতে বিভিন্ন ভিডিও দেখে অনুশীলন করেন।

হং আরো বলেন, আমি তার মত হতে সিদ্ধান্ত নিয়েছি আর হবার চেষ্টা করেছি। আমি আশা করি আমার এই অস্ত্রপচারের মধ্য দিয়ে কোরিয়ান উপদ্বীপে মিরান্ডার কের জনপ্রিয়তা আরো বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ