1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

প্রাচ্যনাটের ‘অন্দরযাত্রা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ১২৭ Time View

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারের প্রবেশমুখে ছোট ছোট বাতি আর ভেতরের সাজসজ্জা পুরো এলাকাকে যেন আরও বর্ণিল করে তুলেছে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নাটকের বিভিন্ন আলোকচিত্র, পোস্টার। তার মধ্যে নাট্যকর্মীরা আনন্দ উদ্যাপন করছেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে বাদ্যযন্ত্রের আওয়াজ গোটা এলাকাকে উৎসবমুখর করে তুলেছে। এ উৎসব প্রাচ্যনাটের ১৫ বছর পূর্ণ উপলক্ষে।
গতকাল বুধবার ‘অন্দরযাত্রা’ শিরোনামে দেশের অন্যতম নাটকের এই দলের দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। নাটক মহড়ার আগে ও মঞ্চস্থ করার সময় এর পেছনে নানা ধরনের নাটকীয় ঘটনা লুকিয়ে থাকে। সাধারণত দর্শকেরা এটি দেখতে পারেন না। গত ১৫ বছরে প্রাচ্যনাট নাটক তৈরি করতে গিয়ে পেছনের বিভিন্ন ধরনের ঘটনা জানানোর উদ্যোগ নিয়েছে অন্দরযাত্রা নামের অনুষ্ঠানের মাধ্যমে। এখানে দেখানো হয়েছে, নাটকে ব্যবহূত অভিনয়শিল্পীদের পোশাক, প্রাচ্যনাটকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাঁদের অবদান, তাঁদের ছবি ও পরিচয়। একজন নাট্যকর্মী কীভাবে অনুশীলন করে, প্রতি পদে পদে নিজেকে তৈরি করতে গিয়ে যেভাবে প্রস্তুত করতে হয়, তা-ও দেখানো হয়েছে এ অনুষ্ঠানে। এমনকি যে সাজকক্ষের বিভিন্ন ঘটনা দর্শকেরা কখনোই দেখতে পারেন না, তা-ও দেখা গেল এখানে।
সব শেষে পরীক্ষণ থিয়েটারের পেছনের সিঁড়ি দিয়ে নামার পথে সদ্যপ্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময়ে বেজে ওঠে প্রাচ্যনাটের জনপ্রিয় গান ‘অখণ্ড বিশ্বে অনন্ত আকাশতলে’।
১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর প্রাচ্যনাট ১১টি বড় নাটক, থিয়েটার রিসার্চ সেল, শিশুদের জন্য প্রাচ্যনাট, ইন-হাউস থিয়েটার ফেস্টিভ্যাল, প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনসহ আরও অনেক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
অনুষ্ঠানের আয়োজকেরা জানান, ২০১৩ সাল পর্যন্ত প্রাচ্যনাট বিভিন্ন সময়ে ‘অন্দরযাত্রা’ অনুষ্ঠানটি দেখাবে।
আলিয়ঁস ফ্রঁসেজে আবৃত্তি ও গান
আজ বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের মিলনায়তনে আবৃত্তিশিল্পী রবীশঙ্কর মৈত্রী ও পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মিতুল দত্তের পরিবেশনায় আয়োজন করা হয়েছে ‘প্রতিদিন বন্ধুদিন’ শীর্ষক আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হবে। আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত এ অনুষ্ঠানটি রবীশঙ্কর মৈত্রী ও মিতুল দত্তের কবিতা-গানের যুগলবন্দী। ২০০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে।
আজ ‘জাগরণের গান’
বছরব্যাপী দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক আয়োজনে এবারের দল জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র। তাদের পরিবেশনায় ‘জাগরণের গান’ শীর্ষক গীতি-আলেখ্য বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মঞ্চে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ