1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

টুইটারে মোদি-বিরোধী মন্তব্য? খারিজ করলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০১৪
  • ১০১ Time View

shahrukh-khanffনরেন্দ্র মোদি ক্ষমতায় এলে তিনি দেশ ছেড়ে চলে যাবেন, সোস্যাল মিডিয়ায় এহেন জল্পনার তীব্র নিন্দা করে তা ভিত্তিহীন বলে খারিজ করে দিলেন শাহরুখ খান।সোস্যাল মিডিয়ায় গত কদিন ধরেই গুঞ্জন চলছে, বাদশা ভারত ছেড়ে চলে যাবেন মোদি ক্ষমতায় এসেছেন তাই।তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

কিন্তু গতকালই টুইট করে কিং খান সেই সম্ভাবনায় জল ঢেলে দেন।বিভ্রান্তি দূর করতে গিয়ে বলেন, বোকারা সব একটা টুইটের কথা বলছে, যেটা আমি করিনি ওদের বলছি, তোমরা ওই জাল টুইট নিয়ে এত মাথা ঘামাচ্ছ যে, আমায় বলতে হচ্ছে।

মোদি সম্পর্কে শাহরুখের অবস্থান পরিস্কার হয়ে গিয়েছে তাঁর ১৬ মে-র টুইটেই তাতে তিনি বলেছেন, একেবারে স্পষ্ট রায় দিয়েছেন মানুষ।ফের প্রমাণ হল, পরিবর্তনই একমাত্র বাস্তব।এবার দৃঢ় শপথ, আস্থা নিয়ে এগিয়ে চলার পালা, ভারত।

কিন্তু তাহলে কী করে বিভ্রান্তি হল?সম্ভবত, টিভি অভিনেতা কামাল আর খানের টুইটারের বক্তব্যেই তার সূত্রপাত।কামাল রীতিমতো টুইটারে ঘোষণা করেছেন, নরেন্দ্র মোদি ভোটে জিতেছেন।তাই আগের ঘোষিত চ্যালেঞ্জ অনুসারে ভুল প্রমাণিত হওয়ায় তিনি ভারত ছাড়ছেন।প্রাক্তন বিগ বস প্রতিযোগী টুইটারে লেখেন, এসআরকে, অন্যরা তাঁদের প্রতিশ্রুতি রাখবেন কিনা, জানি না। তবে আমি পালন করব।তাই আগের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে ভারত ছাড়ছি। মনে করা হচ্ছে, কামাল তাঁর টুইটে তাঁর কথা বলায় বিভ্রান্তিতে জড়িয়ে পড়েন শাহরুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ