শুক্রবার ঘোষণা হলো ভারতের লোক সভা নির্বাচলে ফলাফল। ভোটযুদ্ধের শুরু থেকেই আলোচনায় ছিলেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা। তবে নির্বাচনী ফলাফলে হেভিওয়েট তারকা প্রার্থীদের ভরাডুবি হয়েছে। তৃণমূলের কাছে দৌড়ে পেছনে পড়ে গেলেন বিজেপির তারকারা। জয় ছিনিয়ে এনেছেন তৃনমূলের ৭ প্রার্থী।
ভোট যুদ্ধে হেরেছেন পিসি সরকার, বাপি লাহিড়ী, জয় বন্দ্যোপাধ্যায়, জর্জ বেকার, নিমু ভৌমিক, সৌমিত্র রায়, ইন্দ্রনীল সিং, বাইচুং ভূটিয়ার মতো হেভিওয়েট প্রার্থীরা।
তবে তৃণমূল কংগ্রেসের ৭ প্রার্থী বাজিমাত করেছেন। এরা হলেন- দেব, মুনমুন সেন, সন্ধ্যা রায়, অর্পিতা ঘোষ, শতাব্দী রায়, তাপস পাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া আসানসোলে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
ভারতীয় রাজনৈতিক দলের নতুন সংস্করণ হিসেবে ভোটযুদ্ধে নেমে এসব তারকারা মাঠ দাবড়িয়ে বেড়িয়েছেন। রাজনীতিবিদ না হয়েও তাদের ছত্রছায়ায় এসে তারা হয়ে উঠেন ভোটযুদ্ধের হাতিয়ার।
তাপস পাল জয়ের প্রতিক্রিয়ায় জানান, এ জিৎ আমার নয়। এ জিৎ মা মাটি মানুষের। এ জিৎ দিদির জিৎ।’ এই একই সুরে কথা বললেন বালুরঘাটের বিজয়ী তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ও বীরভূমের বিজয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।
এছাড়া বাঁকুড়া মুনমুন সেন, ঘাটালে দেব, মেদিনীপুরে সন্ধ্যা রায়।
এদিকে, চন্ডীগড়ে মুখোমুখি লড়েছেন বলিউডের কিরণ খের এবং গুল পানাগ। গুল পানাগ এবারই প্রথম আম আদমি পার্টি হয়ে নির্বাচনে অংশ নেন। তবে তিনি কিরণ খেরের কাছে হেরে গেছেন।