1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

কথায় কথায় রিট নির্বাহী কাজে অসুবিধা সৃষ্টি করে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৭৬ Time View

hasina14_কিছু লোকের অতি উৎসাহী তৎপরতা নারায়ণগঞ্জের ৭ হত্যাকান্ডের তদন্ত কাজে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কথায় কথায় রিট, যে কাজ আইন শৃঙ্খলারক্ষাকারী ও নির্বাহী বিভাগের, সেখানে সব কাজ জুডিসিয়ালি হলে আমাদের কী করণীয় থাকে? আমরা তো অপেক্ষা করে থাকিনি। কিন্তু অতি উৎসাহিদের তৎপরতা একদিকে যারা অপরাধী তাদের সজাগ করে দিচ্ছে। অন্য দিকে যারা কাজ করছে, তাদের কাজের বিঘ্ন ঘটাচ্ছে।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কে কার আত্মীয় এটা আমরা দেখিনা। অন্যায় যে করবে তার বিচার হবেই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিভিন্ন অপরাধের সাথে যারা জড়িত তারা যাতে আওয়ামী লীগে ভিড়তে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। পার্টিতে এসব লোকের দরকার নেই। আওয়ামী লীগ এমনিতেই সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। হাবি-জাবি নেবার দরকার নেই।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, এডভোকেট চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে। এরপর নিহতদের স্বজনরা হত্যাকান্ডের সাথে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। পরবর্তীতে অভিযুক্ত তিন র‌্যাব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

তিন কর্মকর্তা হলেন- র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানা।

এ  ঘটনার প্রেক্ষিতে গত রবিবার এক রিট আবেদনের শুনানি  শেষে তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ