1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

বিশ্ব কাপে পাকিস্তান অধিনায়ক হিসেবে আফ্রিদিকে চান শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১২০ Time View

download (7)সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার চাচ্ছেন আগামী বছরের বিশ্ব কাপে পাকিস্তান শহিদ আফ্রিদিকে অধিনায়ক নির্বাচন করুক।
দীর্ঘ ৩৭৮ ওয়ানডে ম্যাচ ক্যারিয়ারে ৩৪টিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি এবং আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব দলেও থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আখতারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ‘আফ্রিদি কেবলমাত্র একজন ব্যাটসম্যান নন। বোলার হিসেবে তার যোগ্যতা এবং আক্রমনাত্মক মনোভাবই জাতীয় ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার জন্য যথেষ্ট।’

অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরের স্থলে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস।
ইউনিসের প্রথম এসাইনমেন্ট হবে জুলাই মাসে শ্রীলং

কা সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজি।
একই গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্ব কাপ হবে ওয়াকারের মূল এজেন্ডা।

আখতার আরো বলেন, ‘আশা করছি ওয়াকার পরিবর্তন আনতে সক্ষম হবেন যা থেকে ভবিষ্যতে পাকিস্তান দল উপকৃত হবে। একজন কোচ হিসেবে তাকে সব কিছুরই উন্নতি ঘটাতে হবে এবং ড্রেসিং রুমে প্রধান ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
‘এ সকল কৌশলই একজন কোচের দক্ষতারই অংশ এবং আমার আশা ওয়াকারের মত একজন ক্রিকেটার সকল সমস্যা কাটিয়ে উঠতে পাকিস্তান দলের জন্য সহায়ক হবে, ভবিষ্যতে জয়ী হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ