1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষকের বাধ্যতামূলক অবসর প্রত্যাহারে শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
  • ৯৯ Time View

image_78923_0ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ‘অন্যায়ভাবে আরোপিত বাধ্যতামূলক ছুটি’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার সকাল ৯.১০ ঘটিকায় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন করেছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের শিক্ষককে ক্লাসে ফিরিয়ে দেবার দাবি জানায়।

এ সময় জাহাঙ্গীর বলেন, “ওবায়দুল ইসলাম স্যার একজন আন্তর্জাতিক মানের পদার্থবিদ এবং বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক, আমরা চাই না আমাদের পিতৃতুল্য শিক্ষকদের মাঝে কাদা ছোড়াছুড়ি হোক, আমরা আমাদের প্রিয় শিক্ষককে ক্লাসে চাই, না হয় আমরা ক্লাস বর্জন করে ধর্মঘটের মতো আন্দোলনে যাবো।”

আরেক শিক্ষার্থী আনিক বলেন, “স্যারকে বাধ্যতামূলক ছুটির কারণ ব্যাখ্যা চাই এবং এর একটা নিরপেক্ষ তদন্ত চাই।”

মানববন্ধনে পদার্থ বিজ্ঞানের জাহাঙ্গীর, লিমন, আনিক, আকন্দ, আহাদ, মুন্নি, সামিয়া, রোখসানা, শুভ, সজীব, সুফিয়ানসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

উল্লেখ্য, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান বিভাগীয় ক্রয় কমিটির সুপারিশ সম্পূর্ণরূপে উপেক্ষা করে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যাদি ক্রয় করার পদক্ষেপ নেন। এতে প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রতিবাদ করেন। বিভাগীয় চেয়ারম্যানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে সিন্ডিকেট সভায় প্রফসর ড. এ বি এম ওবায়দুল ইসলাকে বাধ্যতামূলকভাবে অবসর দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ