ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট: জাফর

ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট: জাফর

image_78917_0ভারতের নির্বাচন বাংলাদেশের পরিস্থিতি পাল্টে দিতে পারে। এই নির্বাচন বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট, এই নির্বাচনে ফলাফলে গুণগত পরিবর্তন না হলেও পরিমাণগত পার্থক্য অবশ্যই হবে বলে মন্তব্য করলেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স ভাসানী অনুসারী পরিষদ রুমে আয়োজিত শের-ই-বাংলা এ. কে (আবুল কাশেম) ফজলুর হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর এসব কথা বলেন।

বর্তমানে দেশে একটা গুমোট আবহাওয়া চলছে উল্লেখ করে কাজী জাফর বলেন, “দেশের একটি গুমোট আবহাওয়া বিরাজ করছে। নৈরাজ্য, হতাশায় আজ জাতি নিমজ্জিত। তবে রাজনীতির ইতিহাস যদি সত্য হয় তাহলে এই অবরুদ্ধ অবস্থা থেকে অবশ্যই জাতি মুক্তি পাবে।”

সভায় পরিষদের নির্বাহী চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, শেখ রফিকুল ইসলাম বাবলু ও খালেকুজ্জামান চৌধুরী।

অন্যান্য বাংলাদেশ