1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

টি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলকে ম্যাককালাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ১০৮ Time View

makculamটি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রান পূর্ণ করলেন কিউই ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসরে শুক্রবার কিংস একাদশ পাঞ্জাবের বিপক্ষে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ব্রেন্ডন ম্যাককালাম।

কলকাতা নাইট রাইডার্সের সাবেক এ ব্যাটসম্যান মাত্র ৪৫ বলে ৬৭ রান করেন। অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনকে তুলোধুনা করা ম্যাককালাম শেষ পর্যন্ত তরুণ বোলার অক্ষর প্যাটেলের বলে জর্জ বেইলির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরার আগে চার বাউন্ডারি এবং পাঁচ ওভার বাউন্ডারি হাঁকান।

টি-২০ ক্রিকেটে পাঁচ হাজার রান করা স্বল্প সংখ্যক তারকা ব্যাটসম্যানের তালিকায় যুক্ত হলেন ম্যাককালাম। এ তালিকায় ৫৯৯২ রান নিয়ে সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তারপর দুই অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ ও ডেভিড হাসি ৫৯৪৮ এবং ৫৫০৩ রান নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬৮ ম্যাচে ২০৪৪ রান নিয়ে সবার উপরে রয়েছেন ম্যাককালাম। সাত বছর আগে আইপিএলের উদ্বোধনী আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই দিনেই অপরাজিত ১৫৮ রান করেছিলেন ম্যাককালাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ