1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

হায় খোদা! গোল চাকার মতো আকাশে ওটা কী?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৬৯ Time View

akash0ইংল্যান্ডের লেমিংটন স্পার আকাশে অদ্ভুত এক জিনিস চোখে পড়লো সবার। গোল চাকার মতো ওটা কী? সবার চোখে বিস্ময় আর মুখে একই প্রশ্ন।

ষোল বছরের স্কুলছাত্রী জর্জিনা হিপ তার আইফোনে চটজলদি একটি ছবিও তুলে ফেললো। সে তখন ওয়ারউইক ক্যাসলের কাছে ছিলো। প্রায় তিন মিনিট ধরে গোলাকার বস্তুটি আকাশে ছিলো এবং এর পর হঠাৎ উধাও হয়ে যায়।

উত্তেজিত কণ্ঠে হিপ জানায়, ওটা মেঘের মতো আকাশে ভাসছিল। তারপর হঠাৎ উধাও।

এর একটা ভিডিওচিত্রও ধারণ করেছিলেন কেউ একজন। ওটা দেখে হাফিংটন পোস্টের ইউএফও এক্সপার্ট নিক পোপ জানান, ভিডিওটি আজব এবং বিদঘুটে। ওটাকে একটি ধোঁয়ার গোলাকার কুণ্ডলী বলে মনে হচ্ছিল।

ফায়ার সার্ভিস জানায়, ওটা আবহাওয়া-সংশ্লিষ্ট কোনো ঘটনা নয়।

বহু মানুষের বহু মন্তব্য ইতিমধ্যে ছড়িয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা এখন পর্যন্ত এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা খুঁজে পাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ