1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

নতুন শীতল যুদ্ধের আশঙ্কা করছে ব্রিটেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ৯০ Time View

ইরানের পরমাণু উচ্চাভিলাষ মধ্যপ্রাচ্যে নতুন শীতল যুদ্ধের সূচনা করবে। আর এই যুদ্ধ হবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমের মধ্যকার শীতলযুদ্ধের চেয়েও ভয়াবহ।  গত শুক্রবার এমন সতর্কতাই উচ্চারণ করলেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ।  ব্রিটেনের একটি দৈনিককে তিনি বলেন, ইরান পরমাণূ বোমার অধিকারী হলে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে আনবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে। আর এই প্রতিযোগিতা পূর্বের সেই শীতল যুদ্ধের চেয়েও বিপজ্জনক হবে কারণ সে সময়কার মতো নিরাপত্তা কৌশল এখন নেই।  হেগ বলেন, ‘পরমাণূ অস্ত্র উদ্ভাবনের পর সবচে ভয়াবহ রকমের পরমাণু অস্ত্রের বিস্তার শুরু হবে যার প্রভাবে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়তে থাকবে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় মধ্যপ্রাচ্যের নতুন শীতল যুদ্ধের হুমকি বৈশ্বিক সব বিষয়ের জন্য হবে একটা বিপর্যয়।’  এর মধ্যে চতুর্থ প্রজন্মের সেন্ট্রফিউজ তৈরি করেছে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে ইরান। এছাড়া তারা এখন নিজেদের পরমাণু জ্বালানি নিজেরাই উৎপাদন করতে পারবে বলে জানিয়েছে।  এদিকে ইরানের এই গোপন পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্যে চতুর্থবারের মতো জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আলাদাভাবে দেশটির অর্থনীতির ওপর অবরোধ আরোপ করেছে।  ইরান অবশ্য পশ্চিমাদের আশঙ্কাকে বারবার উড়িয়ে দিয়ে দাবি করে আসছে, তাদের উদ্দেশ্য একেবারেই শান্তিপূর্ণ। শুধু নিজেদের জ্বালানি চাহিদা মেটানোর জন্য তাদের এই পরমাণু কমর্সূচি।  অন্য দিকে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। এ পর্যন্ত তারা ইরানে বহুবার সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে।  তবে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সবুজ সঙ্কেত না পাওয়ার কারণেই ইসরায়েল ইরানে হামলা করছে না। আর ইরান এদিকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র ততোটা আগ্রাসী হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ