1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

শচীনও দাঁড়ালেন যুবরাজের পাশে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ৭২ Time View

yuvi-311x186তিন বছর আগের এপ্রিল। চন্ডিগড়ে যুবরজা সিংয়ের বাড়িতে হাজারো ভক্তের আনন্দ মিছিল। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা। যুবরাজের সিংয়ের প্রতি তখন পুরো ভারতের অশেষ কৃতজ্ঞতা। কারণ, তিনিই যে ২০১১ সালের বিশ্বকাপ জয়ে ভারতের মূল নায়ক হয়েছিলেন! এখন, ঠিক তিন বছর পরের আরো একটি এপ্রিল। চন্ডিগড়ে যুবরাজের বাড়িতে পড়ছে ঢিল। কারণ, ভারতীয় সমর্থকরা মনে এই যুবরাজের কারণেই এবারের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জিততে পারেনি ভারত!

ভারতীয় অধিনায়ক ধোনি নিজে এমন কান্ডে হতভম্ব। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ২১ বলে মাত্র ১১ রান করেন যুবরাজ। তার এই ধীর ব্যাটিংয়ের কারণে ১৩০-এর বেশি করতে পারেনি ভারত। ফলে ম্যাচটাও ফসকে তাদের হাত থেকে। তারপরও ধোনি যুবরাজকে সরাসরি দায়ী করেননি। উল্টো তিনি বলেছেন, “ওর চেয়ে বেশি হতাশ তো আর কেউ হয়নি।”

দলীয় অধিনায়ক ধোনির পর এবার যুবরাজের পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকারও। শচীন তার ফেসবুক পাতায় যুবরাজের পক্ষ নিয়ে বলেন, “২০০৭ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি এবং ২০১১ সালে বিশ্বকাপ জয়ে যুবরাজই ছিলো ভারতের নায়ক। তার ম্যাচ জেতানো চেষ্টাগুলো আমরা ভুলতে পারি না। এবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ফাইনালে যুবরাজের খারাপ দিন গেছে। প্রত্যাশা মেটাতে পারেনি সে। তাই বলে তার সমালোচনায় মুখর হওয়া আমাদের উচিত হবে না।”

ফেসবুক পাতায় শচীন আরো বলেন, “যুবরাজের অদম্য প্রাণশক্তি আমি খুব কাছে থেকে দেখেছি। মাঠ ও মাঠের বাইরে সে সমান সাহসী।”

ধোনি ও শচীনের সাথে বর্তমান এবং সাবেক বহু তারকা যুবরাজের পাশে দাঁড়িয়েছেন। এখন ভারতীয় উগ্র সমর্থকরা এটি বুঝলেই হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ