৩ এপ্রিল পালিত হওয়া চলচ্চিত্র দিবসে অনেক তারকা হাজির হয়ে স্টেজ মাতালেও পাওয়া যায়নি শাকিব খানকে। আর এজন্য এফডিসিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক পরিচালক এবং প্রযোজক জানিয়েছেন, শাকিব ইচ্ছে করেই পারফর্ম করেননি। তার চেয়েও অনেক সিনিয়রশিল্পীরা পারফর্ম করেছেন চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে।
যদিও শাকিব খান ৩ এপ্রিল চলচ্চিত্র দিবসে কিছু সময়ের জন্য হাজির হয়েছিলেন এফডিসিতে। পারফর্ম না করার বিষয়ে শাকিব বলেন, ‘আমার শরীরটা ভালো নেই। তাই আয়োজকদের বলেছিলাম আমাকে যেন অনুষ্ঠানে না রাখেন।’