1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

আগুনে পুড়লো ১০ বাড়ি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৬৫ Time View

Jessore_District_Map_Bangladesh22-311x186যশোরের অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে বাঘারপাড়া উপজেলার দরাজহাট উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে ক্ষতিগ্রস্থ মালিকরারা হলেন- রেজাউল ইসলাম, আজগর আলী, সাঈদ হোসেন, ওসমান হোসেন। ক্ষতিগ্রস্তদের দাবি ১০টি বাড়ি পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত সাঈদ হোসেন জানান, সকালের দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে তার বাড়ির আশেপাশের ১০টি বাড়ি পুড়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর বাঘারপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ১০ বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

এদিকে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজবাহ উদ্দিন দাবি করেন, “অাগুনে পোল্ট্রি খামার, বসতবাড়িসহ ৬টি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ