1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

এবার ‘ধুম’ ফোরে সালমান!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১০৬ Time View

dhoom_salmanবলিউডে জোর গুঞ্জন৷ ফের আসতে চলেছে যশরাজ ফিল্মসের অ্যাকশন সিরিজ ‘ধুম’ ৷ ‘ধুম’, ‘ধুম টু’, ‘ধুম থ্রি’-এর পর এবার সিনেপর্দায় আসবে ‘ধুম ফোর’৷ তবে শুধু নতুন ধুম নয়, চমক রয়েছে অন্যদিকেও৷ জানা গিয়েছে, নতুন ধুম ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের বিন্দাস খান, সালমান৷ তাও আবার ভিলেনের চরিত্রে৷

প্রথম ‘ধুম’ থেকেই পরিচালকেরা একটি নিয়ম করে ফেলেছিলেন, বলিউডের গৎবাঁধা নায়কদের ইমেজ ভেঙে ‘ধুম’ ছবিতে তারাই হবে ছবির ভিলেন৷ তবে ধুম ভিলেন কিন্তু শেষমেশ হয়ে উঠতেন ছবির নায়ক৷ প্রথম ‘ধুম’-এর জন আব্রাহাম থেকে হৃত্বিক, এবং ‘ধুম থ্রি’য়ের আমির এ ব্যাপারে সবাই একাই একশো৷ এই নামজাদা নায়ক ভিলেনদের পাশে অবশ্য থাকতেন ছবির নায়ক অভিষেক বচ্চন৷ কিন্তু সব ধুমেতেই অভিষেককে টেক্কা দিয়ে বেরিয়ে যেতেন ছবির ভিলেন ৷ সেই নিয়ম মেনেই ধুম ফোরেও ভিলেন হতে চলেছেন সালমান খান৷ শোনা গিয়েছে, সালমানকে দেখা যাবে একেবারে নতুন লুকে৷ এমনকি ছবিতে ফিরে আসতে পারেন হৃত্বিক রোশনও৷ তবে আপাতত, সবকিছুই আটকে চিত্রনাট্যে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ