1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের মেয়েদের হার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৮০ Time View

bo_womenবাংলাদেশের বিপক্ষে ৩৬ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৭.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা সংগ্রহ করে মাত্র ৭৯ রান।

এর আগে, বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল।

সিলেটে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজ মেয়েদের বিপক্ষে খেলতে নেমে সালমার দলের বোলিং তোপে ১১৫ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ান দ্বীপের এই দলটি।

পরে অবশ্য বাংলাদেশের ছেলেদের ব্যাটিং ব্যর্থতার মতোই মেয়েদের একই রকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে প্রথম আঘাতটা দিয়েছেন সালমাই। ইনিংসের দ্বিতীয় বলে সালমা তাঁর অফস্পিনে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ক্যাসিয়া নাইটকে। এরপর নিজের টানা দুই ওভারে (ইনিংসের ষষ্ঠ ও অষ্টম ওভার) কুইন্টাইন ও ক্যাসিয়ার যমজ বোন ক্যাশোনাকে ফেরান ফাহিমা।

বিপর্যয় সামলে দলকে কক্ষপথে ফেরানোর জোর চেষ্টা চালন ডটিন ও কিংয়ের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ৪০। উইন্ডিজ মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৩৪ করেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা ডটিন। ইনিংসের শেষ বলে ১১৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। অসাধারণ বোলিং করছেন অধিনায়ক সালমা খাতুন নিজেও। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। নিজের শেষ ওভারে অবশ্য দিয়েছেন ৫ রান, পেয়েছেন আরও একটি উইকেট। সব মিলে সালমার বোলিং ফিগার্ত ৪-১১-২। ইকোনমি রেট ২.৭৫! তবে উইকেট প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে সফল অফস্পিনার খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ