বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিনেটর ও জিএসপি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনডেজের বক্তব্য অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে জার্মান রাষ্ট্রদূত আলব্রেসট কনসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যখন যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো শর্ত পূরণ করেছি ৩১ মার্চের মধ্যে বাকিগুলোও পূরণ করবো। কিন্তু ঠিক এ সময়ে এমন বার্তা আমাদের জন্য অনাকাঙ্খিত ও দুর্ভাগ্যজনক।
বাণিজ্যমন্ত্রী জানান, রানা প্লাজা দুর্ঘটনার পরে বাংলাদেশে এখনো পর্যন্ত ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এ মুহূর্তে বাংলাদেশে কোনো শ্রমিক অসন্তোষও নেই। বার্তার বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করবো বলেও জানান তিনি।