‘লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত’ অনুষ্ঠানে যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয় সঙ্গীত আমাদের অনুপ্রেরণা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তযুদ্ধের চেতনাবিরোধী সরকার ক্ষমতায় আসার ফলে যেন মুক্তিযুদ্ধের গৌরব মানুষের মধ্য থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু আবার সে গৌরব ফিরিয়ে আনার কাজ করছে বর্তমান সরকার।