অবশেষে আগামী ৫ এপ্রিল পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে যমুনা টেলিভিশন। গতকাল সোমবার অনুষ্ঠিত এক সভায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
চ্যানেল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি মাসেই সম্প্রচারে আসার ইচ্ছে ছিল চানেলটির চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের। তিনি তার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট সবাইকে জানিয়েও দিয়েছিলেন। কিন্ত, খুঁটিনাটি নানা কারণে এখনও চ্যানেলটি সম্প্রচার উপযোগী নয় বলেই জানিয়েছে একাধিক সূত্র। তাছাড়া দেশে এখন টি-২০ বিশ্বকাপ চলছে। সবাই এখন এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত। এ সময় চ্যানেল সম্প্রচারে এলে দর্শক মনোযোগ পাওয়া যাবে না- কর্তৃপক্ষ তা বোঝানোর পর পূর্ণাঙ্গ সম্প্রচারের সময় বদল করা হয়েছে।
৫ এপ্রিল সম্প্রচার শুরু হলে যমুনা টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগের দিন সম্প্রচারে আসছে। সামনে রয়েছে বাংলা নববর্ষ। এ দু’টি ইভেন্ট চ্যানেলটি অন্য সবার চেয়ে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছে।
যমুনার উপদেষ্টা হিসেবে রয়েছেন সায়মন ড্রিং। নির্বাহী পরিচালক (অপারেশন)-এর দায়িত্বে রয়েছেন বিলাল আমান খান। বার্তা ও অনুষ্ঠান প্রধান হিসেবে রয়েছেন যথাক্রমে জাকারিয়া কাজল ও সুপন রায়।