1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

২৮ মার্চ ঢাকা আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় ভিপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৭৫ Time View

world bankবিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ফিলিপ লি হররো ২৮ মার্চ শুক্রবার ছয় দিনের সফরে বাংলাদেশ আসছেন। এ সফরে তিনি সরকারের উচ্চপর্যায়ে বৈঠক করার পাশাপাশি কিছু প্রকল্পের অগ্রগতি সরেজমিন ঘুরে দেখবেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা পৌঁছানোর পর ২৯ মার্চ তিনি যাবেন পর্যটন নগরী কক্সবাজারে। সেখান থেকে ৩০ মার্চ চট্টগ্রাম সফর করবেন। এ সময় তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন। ৩১ মার্চ বরিশাল সফরে যাবেন এ কর্মকর্তা। সেখানে নতুন জীবন নামে একটি চলমান প্রকল্প পরিদর্শন করবেন। এটির বাস্তবায়নের অবস্থা ঘুরে দেখবেন বিশ্বব্যাংকের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট। এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে কাজ করা হচ্ছে।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেন্স জাট, ভাইস প্রেসিডেন্টের অ্যাসিসট্যান্ট কইচি ওমরি, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান, সিনিয়র এনার্জি স্পেশালিস্ট জোবায়ের কেএম সিদ্দিক ও মোহাম্মদ আনিস, বিশ্বব্যাংকের সিকিউরিটি স্পেশালিস্ট সোয়েব আলী এবং অপারেশন এনালিস্ট সুজাতা তালুকদার।

এরপর ১ এপ্রিল সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বেঠক করবেন তিনি। এছাড়া ২ অথবা ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। সফর শেষে ৩ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন তিনি।

সূত্র জানায়, বিশ্বব্যাংকের কাছে কয়েকটি খাতে আরও সহযোগিতা চায় বাংলাদেশ। এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাংকে কর্মরত দক্ষিণ এশীয় নির্বাহী পরিচালক এমএন প্রসাদের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেঠকে  যে ৭টি খাতে বিনিয়োগ ও সহযোগিতা চাওয়া হয়েছিল সেগুলোর মধ্যে প্রধান ছিল অগ্রাধিকার ভৌত অবকাঠামে খাত। ভৌত অবকাঠামো খাতের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি, রেলওয়ে এবং পানি, রাস্তাঘাট ও ব্রিজ এবং ট্রান্সপোর্ট।

এছাড়া দারিদ্র্য নিরসন, তথ্য প্রযুক্তি (আইসিটি) ও কমিউনিকেশন টেকনোলজি, কৃষি ও গ্রাম উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছিল। ফিলিপ লি হররোর সফরকালিন বৈঠকেও এ সব বিষয়কেই গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ