চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে থেকে স্বর্ণের চালানসহ ৮ জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফাইটটিতে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধারসহ ৮ জনকে আটক করা হয়।