1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

গোপনে সিলেট রয়্যালসের ৯০ ভাগ শেয়ার বিক্রি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৩০ Time View

ফ্রেঞ্চাইজি দলগুলো গোপনে তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে। আড়ালে মালিকানাও চলে যাচ্ছে অন্যের হাতে। ওয়ালটন গ্রুপ এরই মধ্যে তাদের ৯০ ভাগ শেয়ার হস্তান্তর করেছে বেশ কয়েকজনের হাতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি আ হ ম মোস্তফা কামালের দুই কন্যা কাসফি কামাল ও নাফিসা কামাল মোট মালিকানার ৬০ ভাগ কিনে নিয়েছেন। দলের চেয়ারপার্সনও হয়েছেন কামালের ছোট মেয়ে নাফিসা।

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউয়ে গ্রুপ, টিকে গ্রুপ এবং চট্টগ্রামের জনৈক মাসুদ করিমের কাছে ৩০ ভাগ শেয়ার বিক্রি করেছে ওয়ালটন। নিউয়ে গ্রুপ টাইটেল স্পন্সরের অন্তরালে ১০ কোটি টাকা দিয়ে পেয়েছে ১০ ভাগ শেয়ার। এখন যে ১০ ভাগ শেয়ারের ওয়ালটনের হাতে আছে তাও বিক্রি করে দেওয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। সিলেট রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ব্যক্তিগত ভাবে অবশিষ্ট শেয়ারের মালিক বলেও দাবি করছেন ওয়ালটনের কেউ কেউ। সিলেট রয়্যালসের সিইও উদয় হাকিম বলেন,‘আগেই বেশির ভাগ শেয়ার বিক্রি করা হয়েছিলো। বাকি ৩০ ভাগ শেয়ার বিক্রির পর্যায়ে। অবশিষ্ট শেয়ারগুলো শেষপর্যন্ত থাকবে কি না উর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবেন।’

১.০৩ মিলিয়ন ডলারে সিলেট রয়্যালসের স্বত্ব পায় ওয়ালটন গ্রুপ। চুক্তিতে আছে তিন বছরের আগে কোন ফ্রেঞ্চাইজি দলের মালিকানা হস্তান্তর করতে পারবে না। ওসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে ওয়ালটন তাদের ৯০ ভাগ শেয়ার বিক্রি করে দেয়। এ সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরজউদ্দিন মোহাম্মদ আলমগীর  বলেন,‘আমাদের কাছে তারা স্বীকার করছে না। যতদূর জানি প্রথম থেকে ওয়ালটনসহ যে তিনজন মালিকানার সঙ্গে ছিলো তারাই থাকবেন। তারা যদি গোপনে শেয়ার বিক্রিও করে থাকেন, যারা কিনবে তারা মালিকানা পাবে না। কিছুতেই তা করতে দেওয়া হবে না। তিন বছর একই মালিক থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ