1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

ভারতের ‘মিনি ইসরায়েলে’ পুলিশের নজরদারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ৭০ Time View

রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বোমা হামলার ঘটনায় ভারতে বসবাসকারী ইসরায়েলিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ম্যাকলিওদগঞ্জের কাছে ধর্মকোট গ্রামের ইসরায়েলি পল্লীতে কঠোর নজর রাখছে পুলিশ।

এই গ্রামটিকে মিনি ইসরায়েল বলা হয়। ভারতে ইসরায়েলি পর্যটকদের মধ্যে জনপ্রিয় এই স্থানটি।

উল্লেখ্য, গত সোমবার নয়াদিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এতে একজন ইসরায়েলি কূটনীতিকের স্ত্রীসহ চার জন আহত হয়েছে বলে জানা গেছে।

একই দিন জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটি গাড়ি থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে গত মঙ্গলবার বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুখামভিত এলাকায় বোমা বিস্ফোরণে একজন ইরানি নাগরিক ও চারজন থাই নাগরিক আহত হয়েছে।

এসব ঘটনা একই সূত্রে গাঁথা বলে দাবি করছে ইসরায়েল। এর জন্য সরাসরি ইরানকে দায়ী করা হচ্ছে। তবে ইরান ইসরায়েলের এসব দাবি নাকচ করে দিয়েছে।

এদিকে ভারতে রাজধানী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনের একেবারে নিকটে এমন হামলা হওয়ায় সেখানে ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারত বলছে, হামলাকারী চৌকস প্রশিক্ষণপ্রাপ্ত।

জর্জিয়া এবং থাইল্যান্ডে হামলার পর সারা বিশ্বে ইসরায়েলি বা ইহুদিদে ওপর হামলার আশঙ্কা করছে ইরসায়েল। একারণে ধর্মকোটে সতর্ক নজর রাখা হচ্ছে বলে ভারতীয় পুলিশ জানিয়েছে।

ভারতের পুলিশ সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে হামলার খরব প্রকাশের পরই ম্যাকলিওদগঞ্জের পুলিশ স্টেশন এবং হোটেল মালিকদের প্রতি সতর্ক বার্তা দিয়ে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কাঙ্গরার এসপি দিলজিত সিং ঠাকুর বলেন, ‘সেখানে এখন ততো ইসরায়েলি নেই। তবু অতিরিক্ত সতর্কতা স্বরূপ আমরা হোটেল মালিকদের নির্দেশনা দিয়েছি তাদের হোটেলে কোনো ইসরায়েলি থাকলে যেনো আমাদের জানায়।’

ভারতের ভিসা প্রক্রিয়া কঠোর করার আগে ইসরায়েলি পর্যটকরা ধর্মকোটে বহুদিন এমনকি অনেকে প্রায় বছর ধরে থেকে যেতো। এ সময় তারা হোটেল বা স্থানীয়দের কাছে বাসা ভাড়া করত। ২০১০ সালে ধর্মকোটে প্রায় ২০ হাজার ইসরায়েলি পর্যটক এসেছিলো। এই গ্রামের এখনো অনেক ভবনের দেয়ালে হিব্রুতে অনেক কিছূ লেখা দেখতে পাওয়া যায়। গ্রামে চাবাদ হাউজ নামে একটি ইহুদি কমিউনিটি সেন্টার রয়েছে। এই গ্রামে হিমাচল প্রদেশের গাদ্দি উপজাতিরা বসবাস করে। উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি এই উপজাতিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

ইসরায়েলি তরুণরা এখানে এসে মাদকাসক্ত হয়ে পড়ছে এমন অভিযোগ উঠার পর ভারত সরকার ইসরায়েলিদের ভিসা প্রক্রিয়ায় অনেক বাধ্যবাধকতা আরোপ করেছে।

নতুন নিয়ম অনুযায়ী একজন ইসরায়েলি ধর্মকোটে টানা তিন মাসের বেশি অবস্থান করতে পারবে না। আর পরে আবার ভারতে আসতে চাইলে তাকে এক বছর পর ভিসা দেওয়া হবে। এর আগে ইসরায়েলিরা ছয় মাসের ভিসা পেতো। তা আবার নেপাল থেকে আরো ছয় মাসের জন্য বর্ধিত করা যেতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ