১২ তম এশিয়া কাপের একক আয়োজন বাংলাদেশ। পাঁচ জাতির এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আজ। এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংঙ্কা ও আফগানিস্তান।
আজ ফতুল্লায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে প্রথমবারের মত এশিয়াকাপে অংশ নেয়া আফগানিস্তান।এই টুর্নামেন্ট শুরুর আগে লঙ্কান অধিনায়ক ম্যাথুউস বলেন, টুর্নামেন্টে সবদল সমান সমান। এখানে সবাই জিততে চায় তাই টুর্নামেন্টটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আর আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, এশিয়াকাপে নিজের সেরাটা উজাড় করে দিতে চায় তার দল। এটি আমাদের জন্য বিরাট এক সুযোগ।’